কুষ্টিয়ায় ব্যবসায়ীর ব্যক্তি উদ্যোগে বস্ত্র, চাউল ও নগদ টাকা সহায়তা প্রদান 683 0
কুষ্টিয়ায় ব্যবসায়ীর ব্যক্তি উদ্যোগে বস্ত্র, চাউল ও নগদ টাকা সহায়তা প্রদান
কুষ্টিয়াপ্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
পবিত্র ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় এক হাজার নারী-পুরুষকে বস্ত্র, চাউল ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আজ (বুধবার) সকাল ১০টায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আবু জাহিদ সনজু’র ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক, পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু প্রমুখ।